শীর্ষ খবর

দুদকের অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে এমপিদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব সংসদ সদস্যের সম্পদের হিসাব তলব করেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন

তিনি বলেন, ‘আদালতে যখন চার্জশিট জমা হবে, অভিযোগ যখন প্রমাণ হবে, শাস্তি নিশ্চিত হবে, তখন দল তাকে বহিষ্কার করবে। অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কীভাবে অ্যাকশনে যাই?’

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব সংসদ সদস্যের সম্পদের হিসাব তলব করেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ মিললে, তারাও দল থেকে বহিষ্কৃত হবেন।

তিনি আরও জানান, রাজনৈতিক দলের পাশাপাশি প্রশাসনেও দুর্নীতির বিষয়ে নজরদারি চলছে।

এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা−এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের বিরুদ্ধে যে এসব অভিযান চলছে, তা সরকারের সৎ সাহসের পরিচয় দেয়। এতে দল ও সরকার উভয়ের ভাবমূর্তি বাড়ছে।’

স্নাতক পাস কোর্স (বিএ) পরীক্ষায় জালিয়াতির দায়ে নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীর পরীক্ষা ও নিবন্ধন বাতিল করে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।

তার বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের পরবর্তী ওয়ার্কিং কমিটিতে তার বিষয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া সংসদীয় রীতিনীতিতে নৈতিক স্খলন বিষয়ে কী আছে, সে ব্যাপারে স্পিকার কী ব্যবস্থা নেন তা দেখা হবে।

এই অভিযান শুধু সরকারের ভেতরেই হবে নাকি অন্যান্য সেক্টরেও হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবখানেই অভিযান হচ্ছে। এটি চলমান থাকবে।’

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিষয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘সে এখনও বিসিবির পরিচালক থাকে কী করে? অভিযোগ আসার পরেই তো তার ওই পদে থাকা উচিত না। আমি বিষয়টি নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছি।’

আরও সংবাদ

Close