আজকের সিলেট

ফুটপাত মানুষের চলাচলের জন্য, ব্যবসা করার জন্য নয় : মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ফুটপাত তৈরী করা হয়েছে মানুষের চলাচলের জন্য, ব্যবসা করার জন্য নয়। মেয়র বলেন, ফুটপাত দখল করে ব্যবসা করতে দেখলে পথচারীদের প্রতিবাদী হতে হবে। তাদের কাছ থেকে কোন ধরণের পণ্য ক্রয় না করে গুড়িয়ে দিতে হবে তাদের ভাসমান স্থাপনা। তবেই অল্প সময়ের মধ্যে আমাদের এই নগরী হবে আধুনিক, সাজানো-গোছানো একটি পর্যটন নগরী।

ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখল মুক্ত ফুটপাত ব্যবহার নিশ্চিত করতে অভিযানকালে এ কথাগুলো বলেন মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ সোমবার সকালে মেয়র আরিফের নেতৃত্বে সিসিকের একটি বিশেষ দল নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার রোড ও বন্দরবাজার পয়েন্ট পর্যন্ত এ অভিযানে নামে। এসময় অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় বিপূল পরিমান আসবাবপত্র, মালামাল জব্দ করা হয়।

অভিযানে সিসিকের পরিচ্ছন্ন শাখার সুপারভাইজার সহ বিপূল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

Close