আজকের সিলেট

ছাত্রাবাসে গণধর্ষণ : ২ নিরাপত্তাকর্মী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

এমসি কলেজ ক্যাম্পাস থেকে শুক্রবার রাতে এক দম্পতিকে ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই নিরাপত্তাকর্মীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হলেন- রাসেল মিয়া ও সবুজ আহমদ। তারা সকলেই মাস্টার রোলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। এছাড়া ওই মামলার আসামি মাহফুজুর রহমানের সিট বাতিল করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ। তিনি জানান, শুক্রবার ধর্ষণের ঘটনায় নিরাপত্তাকর্মীদের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া মাহফুজুর রহমান অভিযুক্ত হওয়ায় তার সিট বাতিল করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকেও স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

এদিকে গণধর্ষণের ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কলেজের গনিত বিভাগের প্রধান অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীকে প্রধান করে ৩ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও সংবাদ

Close