আজকের সিলেট

কসবায় ট্রেন দূর্ঘটনা : স্বামীর দাফন শেষে পরপারে জাহেদা

নিহত স্বামীর লাশ নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসেছিলেন জাহেদা বেগম (৪০)। দাফন শেষে ফিরে যাচ্ছিলেন চট্টগ্রামে। কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না। সোমবার রাতে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

চট্টগ্রামে একটি জাহাজে শ্রমিক হিসেবে কািজ করতেন মুসলিম মিয়া। পরিবার নিয়ে সেখানেই থাকতেন। মূল বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। জাহাজে দুর্ঘটনায় গত ৭ নভেম্বর মারা যান মুসলিম মিয়া। গত শনিবার স্বমীর লাশ নিয়ে তিন সন্তানসহ শ্রীমঙ্গলের গ্রামের বাড়িতে আসেন মুসলিম মিয়ার স্ত্রী জাহেদা বেগম (৪০)।

গ্রামের বাড়িতে স্বামীর দাফন শেষে সোমবার রাতে চট্টগ্রাম ফিরে যাওয়ার জন্য উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন জাহেদা। গভীর রাতে হঠাৎ বিকট শব্দে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাণ হারান জাহেদা বেগম (৪০)। গুরুতর আহত হয় জাহেদা বেগমের তিন সন্তান ইমন (১৫) ও সুমি (১০), মিম (২)। আহত হন ওই ট্রেনে থাকা জাহেদা বেগমের মা হাজেরা বেগম। তাদের ঢাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর গ্রামে জাহেদার শ্বশুর বাড়িতে গিয়ে দেখা গেছে, বিলাপ করছেন জাহেদা বেগমের আত্নীয় স্বজনরা। সকাল থেকে এলাকার লোকজন এসে ভিড় করছেন বাড়িটিতে।

আরও সংবাদ

Close