শীর্ষ খবর

সংসদে জাতির কাছে ক্ষমা চাইলেন রাঙ্গা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেন সম্পর্কে আপত্তিকর এবং বিভ্রান্তিমূলক বক্তব্যের জন্য বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সংসদে নিঃশর্তভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

সংসদে কার্যপ্রণালী বিধির ২৭৪ ধারায় বুধবার (১৩ নভেম্বর) ব্যক্তিগত কৈফিয়তে দাঁড়িয়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর মশিউর রহমান একটি দলীয় অনুষ্ঠানে জাতির পিতা, প্রধানমন্ত্রী ও শহীদ নুর হোসেন সম্পর্কে অশালীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেন।

এর পরিপ্রেক্ষিতে গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে সিনিয়র সদস্যগণ জনাব রাঙ্গাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার দাবি জানান।

এ প্রসঙ্গে বুধবার রাঙ্গা বলেন, ইতোমধ্যেই তিনি তার বক্তব্য প্রত্যাহার করে বিবৃতি দিয়েছেন। পাশাপাশি শহীদ নূর হোসেনের পরিবারের কাছেও লিখিতভাবে বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করেছেন।

আরও সংবাদ

Close