খেলাশীর্ষ খবর

৩৪৩ রানের লিড নিল ভারত

মায়াঙ্ক আগারওয়ালের ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে ভর করে দ্বিতীয় দিন শেষে ৩৪৩ রানের লিড নিয়েছে ভারত।

বাংলাদেশের ১৫০ রানের জবাবে প্রথম দিন শেষে এক উইকেটে ৮৬ রান ছিল টিম ইন্ডিয়ার। দ্বিতীয় দিনে ৪০৭ যোগ করেছে তারা। দিন শেষে কোহলিদের সংগ্রহ ছয় উইকেটে ৪৯৩ রান। জাদেজা ৬০ ও উমেশ যাদব ২৫ রানে অপরাজিত আছেন।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ৩০৫ বল খেলে আগারওয়াল স্পর্শ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। মিরাজের বলে ছক্কা মেরে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। ২৫টি চার ও ৫টি ছক্কা হাঁকান ডানহাতি ওপেনার। এরপর প্রোটিয়াদের বিপক্ষে গড়া ২১৫ রানের ব্যক্তিগত ইনিংস ছাড়িয়েছেন তিনি। ৩৩০ বলে ২৮টি চার ও আটটি ছক্কাতে ২৪৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। মিরাজের বলে রাহীর হাতে ধরা পড়েন মায়াঙ্ক।

আরও সংবাদ

Close