আজকের সিলেটমৌলভীবাজার
রাজনগরে ধানক্ষেতে ছয়টি মেছো বাঘের ছানা
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ধান ক্ষেতে মিললো ছয়টি মেছো বাঘের ছানা।
শনিবার উপজেলার ইসলামপুর থেকে এই বাচ্চাগুলো উদ্ধার করে বন বিভাগ।
জানা যায়, শুক্রবার উপজেলার ইসলামপুর এলাকার স্থানীয় লোকজন ধান ক্ষেতের পাশে ছয়টি মেছো বাঘের বাচ্চা দেখতে পান। রাতেই বন বিভাগকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে শনিবার বেলা ১২ টার দিকে এগুলোকে উদ্ধার করে বনবিভাগ।
লাউয়াছড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, মেছো বাঘের ছানাগুলো খুবই ছোট। এগুলো সেবা করার জন্য বর্তমানে প্রাণী প্রেমী সোহেল শ্যামের তত্ত্বাবধানে আছে। এই মেছো বাঘের ছানাগুলোকে সেবা না দিলে বাঁচানো যাবে না। পরে এগুলোকে অবমুক্ত করা যাবে।