হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩ রকেট লঞ্চারের গোলা ও বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মশিউর রহমান জানান, আজ দুপুরে অভিযান শেষ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, শুক্রবার (২২ নভেম্বর) ভোরে র্যাব-৭ ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের একটি টিম সাতছড়িতে অবস্থান নেয়। তারা সকাল থেকেই জাতীয় উদ্যানের ভেতর গহীন বনে অভিযান শুরু করে। দিনব্যাপী চলে এ অভিযান। রাতে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান। দুই দিনব্যাপী অভিযানে গহীন বনের ভেতর থেকে ১৩টি (আরপিজি সেল) রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে এ অভিযান সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে ৩ দফায় র্যাব সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালায়। এ সময় রকেট লঞ্চার, মেশিনগান, মেশিনগানের গোলা, ট্যাংক বিধ্বংসী গোলাবারুদসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকটি বাংকারেরও সন্ধান পায় র্যাব।