আজকের সিলেট

চৌকিদেখি থেকে ভারতীয় ওষুধসহ আটক এক

সিলেট নগরীর চৌকিদেখি এলাকা থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার সকালে লাক্কাতুরা চা বাগানের গেইটের সামনে থেকে প্রায় ২৬ লাখ ৭৪ হাজার টাকা দামের ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধসহ তাকে আটক করা হয়।

আটককৃত আল মারজান আবুল কোম্পানীগঞ্জ উপজেলার দয়ালবাজার উত্তর রাজনগর গ্রামের খোরশিদ আলীর ছেলে।

অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই শাওন মাহমুদ অপু, এএসআই সঞ্জয় চন্দ্র দে এবং অন্যান্য ফোর্স।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের দিক নির্দেশনায় এসআই(নিঃ) সারোয়ার হোসেন ভূইয়া’র নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম সিলেট জেলার জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পন্য আনয়নের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। ঐ সূত্র ধরে বুধবার ভোর ৫টা থেকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি বাশবাড়ী লাক্কাতুরা টি এস্টেটের মেইন গেইটের সামনে এয়ারপোর্ট টু সিলেটগামী পাকা রাস্তার উপর অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে চোরাই মালামালসহ ঐ যুবককে আটক করা হয়।

আরও সংবাদ

Close