আজকের সিলেট

সিলেটসহ ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন

দেশে প্রথমবারের মতো কৃষি বিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে শনিবার (৩০ নভেম্বর) সকালে দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন মোট ৩৫ হাজার ৯৮২ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

ছয় কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় নতুন হওয়ায় সেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৪৩১টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন প্রায় তিন হাজার।

শনিবার দুপুর ১২টায় শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ৬৮টি কক্ষে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছে। দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ে এবার প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হয়েছে। আগামী ৫ ডিসেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

আরও সংবাদ

Close