শীর্ষ খবর

চাকরী বাঁচাতে ফের ঢাকামুখী পোশাকর্মীরা

চাকরী বাঁচাতে ফের ঢাকামুখী পোশাকর্মীরা। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার পোশাক শ্রমিকরা সামাজিক দূরত্বের কথা ভুলে চাকরির কথা মাথায় রেখে পিকআপ ভ্যানে গাদাগাদি করে ছুটে চলছে নিজ নিজ গন্তব্যে।

সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানো হলেও পোশাক শ্রমিকদের ছুটি বাড়ানো হয়নি। এখন পর্যন্ত পূর্বনির্ধারিত ২৫ তারিখ পর্যন্তই ছুটি তাদের।

আগামীকাল রোববার (২৬ এপ্রিল) থেকে কারখানাগুলো খোলার কথা থাকায় কর্মস্থলের দিকে ছুটছেন পোশাককর্মীরা।

এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পোশাককর্মীরা। বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে তাদের।

শনিবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পোশাককর্মীদের ভোগান্তির চিত্র চোখে পড়ে।

মহাসড়কে গিয়ে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকায় হেঁটেই গাজীপুর-ঢাকার দিকে যাচ্ছেন শ্রমিকরা। তাদের বেশিরভাগই উত্তরবঙ্গ, জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন এলাকার বাসিন্দা। অনেকে সিএনজি অটোরিকশায় করে যাচ্ছেন। ট্রাক বা পিকআপ ভ্যান পেলে সেটিতে ওঠার চেষ্টা করছেন অনেকে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, তাদেরকে ২৬ এপ্রিল কাজে যোগ দিতে বলা হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি বাড়ানো হলেও তাদের ছুটি বাড়ানোর বিষয়ে কিছু বলেনি কারখানা কর্তৃপক্ষ। ফলে ঝুঁকি নিয়েই তারা বাড়ি থেকে বের হয়েছেন।
শ্রমিকরা বলছেন, কাজে যোগ না দিলে তাদের চাকরি চলে যাবে। তাছাড়া, এক মাস ঘরে বসে থাকায় তাদের জমানো টাকা শেষ হয়েছে। তাই ঝুঁকি সত্বেও তারা কাজের জন্য যাচ্ছেন।

আরও সংবাদ

Close