শীর্ষ খবর

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনাস্থলের ফুটেজ পুলিশের হাতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যে স্থানে ধর্ষণ করা হয়েছে, সেই স্থানের আশপাশের কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি আরও বলেন, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। দ্রুতই ধর্ষক গ্রেফতার হবে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার মেয়েটির সঙ্গে কথা বলে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিসি সুদীপ বলেন, সবার একটাই লক্ষ্য, ধর্ষককে চিহ্নিত করে গ্রেফতার করা।

এদিকে, ধর্ষণের ঘটনায় হওয়া মামলায় আগামী ২৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে এ দিন ধার্য করেন।

এর আগে রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী শেওড়ায় বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে ধরলে অজ্ঞান হয়ে যান তিনি। পরে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে ধর্ষণ করা হয়।

ঘটনাটি সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঘটে। এরপর ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিষ্কার করেন। পরে তিনি রিকশায় করে বান্ধবীর বাসায় গিয়ে বিষয়টি তাদের জানান। পরে তার সহপাঠীরা রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করান।

এ ঘটনায় ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায়। তবে এখন পর্যন্ত ধর্ষক গ্রেফতার হয়নি।

আরও সংবাদ

Close