আজকের সিলেট

নৌকার বিরুদ্ধে যারা কাজ করেছে তারাই গোলাপগঞ্জের কাউন্সিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে যারা কাজ করেছে তারাই গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কাউন্সিল নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করছেন দলের তৃণমূল নেতাকর্মীরা।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে গোলাপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে একটি মহল নানা অপপ্রচারের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ করে চলেছে। যা খুবই দুঃখজনক। গত জাতীয় নির্বাচনে অনেকেই নৌকার বিরুদ্ধে কাজ করেছেন। আজ তারা দলের সম্মেলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

তারা অভিযোগ করেন বলেন, স্থানীয় সংসদ সদস্যের নিকট থেকে স্বার্থান্বেষীরা অবৈধ ভাবে সুযোগ সুবিধা নিতে না পেরে তাঁর বিরুদ্ধে কুৎসা রটনা করছে। লিখিত বক্তব্যে তাঁরা দুর্নীতিবাজ, দুর্নীতির চার্জশিটভুক্ত আসামিদের, স্বার্থান্বেষীদের পরিত্যাগের মাধ্যমে দলের ত্যাগী, সৎ, পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মিপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সেলিম আহমদ, সহ সভাপতি সেলিম আহমদ মেম্বার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফজল সবুল, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ ক্যারল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন বাবলু, ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ছালিক আহমদ, শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবিরূল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল কাদের, সহ-সভাপতি সামসুল ইসলাম, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতার হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুস শহীদ খান জিলা মিয়া, জহির উদ্দিন, আরজমন্দ আলী, সেলিম আহমদ, কয়েছ আহমদ, হেলাল আহমদ, নাজিমুল হক লস্কর, আলী হোসেন, জালাল সিদ্দিকী, সেবুল আহমদ, কামাল উদ্দিন প্রমুখ।

আরও সংবাদ

Close