শীর্ষ খবর

পাঁচ ভাগ পুলিশের অপকর্মের কারণে গোটা বাহিনীর দুর্নাম হচ্ছে

পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে হাইকোর্ট বলেছেন, পাঁচ ভাগ পুলিশের অপকর্মের কারণে গোটা পুলিশ বাহিনীর দুর্নাম হচ্ছে। পুলিশের কিছু লোক এ ধরনের বিব্রতকর কাজ করে। আদালত আরও বলেন, কিছু পুলিশ ধরেই নিয়েছে যে অপরাধ, দুর্নীতি করলে কিছু হয় না।

ইব্রাহীম খলিল নামে সোনালি ব্যাংকের এক কর্মকর্তার কাছে চাঁদা দাবি, মারধর ও হেনস্তার অভিযোগে উচ্চ এ কথাগুলো বলেন।

আদালত উত্তরা পূর্ব থানার এএসআই মোস্তাফিজসহ জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ নির্দেশ দেয়। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা ওই সময়ের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে জানাতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইসমাইল হোসেন ভূঁইয়া ও আবুল কালাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

আরও সংবাদ

Close