আন্তর্জাতিক

জুমার নামাজ না পড়ায় ছয় জনকে কারাদণ্ড

জুমার নামাজ আদায় না করে জলপ্রপাতে ঘোরাঘুরি করায় মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে ছয় জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এদের প্রত্যেককে দুই হাজার রিঙ্গিতের (মালয়েশিয়ার মুদ্রা) বেশি জরিমানা করা হয়েছে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় ডেইলি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দেশটির ইতিহাসে সম্ভবত এ ধরনের ঘটনা এটাই প্রথম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিন জন কিশোর রয়েছে।

এরা ছয় জন তেরেঙ্গানু শরিয়াহ অপরাধ আইন লঙ্ঘন করেছিল। আইনটিতে এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা তিন হাজার রিঙ্গিত জরিমানার বিধান রয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৩ আগস্ট দুপুর ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে সেকায়ু জলপ্রপাত এলাকায় ছয় জনসহ বেশ কয়েকজন বনভোজন করছিল। তেরেঙ্গানু ইসলামিক রিলিজিয়াস অ্যাফেয়ার্স বিভাগ ওইদিন এলাকাটিতে অভিযান চালিয়েছিল। সংস্থাটির নারী কর্মকর্তারা সেখানে প্রবেশ করে ছয় জনসহ অন্যদের জুমার নামাজ বাদ দিয়ে সেখানে অবস্থান করতে দেখতে পায়। পরে পুরুষ কর্মকর্তারা প্রবেশ করে তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে।

আরও সংবাদ

Close