সারা বাংলা

১১৫ কোটি টাকা ঋণ নিয়ে উধাও স্বামী-স্ত্রী

সাউথইস্ট ব্যাংক থেকে ১১৫ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা-প্রতিষ্ঠান গুটিয়ে দেশ ছেড়েছেন ব্যবসায়ী স্বামী-স্ত্রী।

শুধু তাই নয়, ব্যবসার নামে পাচার হয়ে গেছে অধিকাংশ অর্থ। চালকল এবং মাছ ও মুরগির খাদ্য সংক্রান্ত ব্যবসার কথা থাকলেও বর্তমানে কারখানা দুটিতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ।

সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখা থেকে এমন জালিয়াতির ঘটনা ঘটেছে। জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেসার্স শুভ ফিড প্রসেসিংয়ের মালিক ওই ব্যবসায়ী স্বামী-স্ত্রী ভারতে টাকা পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে নিজেরাও ভারতে পালিয়ে গেছেন বিভিন্ন সূত্রে জানা গেছে। ব্যবসায়ী ওই দম্পতির নাম গোপাল আগারওয়াল ও দীপা আগারওয়াল।

জানা গেছে, নওগাঁ শহরের পোস্ট অফিসপাড়া এলাকার বাসিন্দা ওই দম্পত্তি। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জগন্নাথনগর এলাকায় অবস্থিত গোপাল আগারওয়াল জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং দীপা আগারওয়াল মেসার্স শুভ ফিড প্রসেসিং নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তারা।

ঋণের মধ্যে সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখা থেকে গোপাল আগরওয়ালাকে ৮৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার টাকা এবং তার স্ত্রী দীপাকে ৩০ কোটি ৮০ লাখ ১৪ হাজারসহ মোট ১১৪ কোটি ৯৪ লাখ দুই হাজার টাকা প্রদান করা হয়েছে।

চলতি বছরের ৯ অক্টোবর সাউথইস্ট ব্যাংকের নওগাঁ শাখার প্রধান কামারুজ্জামান সদর থানায় ওই দম্পত্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close