শীর্ষ খবর

নেত্রী বিদায় নিতে চাইলেও যেতে নাহি দিব

আওয়ামী লীগের সভাপতি পদে কোন পরিবর্তন আসছে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি বলেছি সভাপতি পদে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। কারণ আমাদের নেত্রী তো বারবার বিদায় নিতে চান তিনি যেতে চাইলেও যেতে নাহি দিব। এটা হচ্ছে আমাদের কাউন্সিলরদের সর্বসম্মত চিন্তা-ভাবনা।’

তিনি বলেন, ‘অন্য পদগুলোতে নেত্রী টিম নিজেই সাজান। তিনি যেটা ভালো মনে করেন সেটা করেন। যে কোনো পদেই পরিবর্তন হতে পারে, নেত্রী যদি মনে করেন দলের স্বার্থে পরিবর্তন হওয়া প্রয়োজন। এ নিয়ে আমাদের এখানে কোনো অসুস্থ প্রতিযোগিতা নেই নেতৃত্বের। উই আর সলিডলি ইউনাইটেড আন্ডার দ্য লিডারশিপ অব আওয়ার লিডার শেখ হাসিনা।’

সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রিসভা পুনর্বিন্যাসের কথা শোনা যাচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। সেটা তো প্রধানমন্ত্রীর এখতিয়ার। সম্মেলনের আগে এসব (মন্ত্রিসভা পুনর্বিন্যাস) হচ্ছে না। এই মাসেও সম্ভাবনা কম। নতুন বছরে হবে কিনা সেটা তো প্রধানমন্ত্রী বলতে পারেন। তবে এটা তো রুটিন। ক্যাবিনেট এক্সটেনশন, রিসাফল এগুলো তো হয়ই সব দেশে।’

মন্ত্রিসভায় নন-পারফরমার কিংবা পুউর পারফরমার আছে কিনা- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি একজন মন্ত্রী হয়ে আরেকজন মন্ত্রীকে নন-পারফরমার কেমন করে বলব। এটা কী বলা সম্ভব! জবাবদিহিতা যার কাছে তিনি সেটা মূল্যায়ন করবেন।’

আরও সংবাদ

Close