খেলা
মোস্তাফিজ ম্যাজিকে ৩১৪ রানে থামলো ভারত
বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ৩১৪ রান করেছে ভারত। সাড়ে তিন বছর পর আজ ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ।
৩৯তম ওভারে ৩ বলের মধ্যে দুই উইকেট এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবু স্লগ ওভারে তাঁর আরেক উইকেট পাওয়ার প্রার্থনার পেছনে দুটি কারণ ছিল।
ভারতের শেষ স্বীকৃত ব্যাটসম্যান জুটি উইকেটে তখন। এদের যেকোনো একজন আউট হলেই টেল এন্ডারদের পেয়ে যেত বাংলাদেশ। আর সেটা মোস্তাফিজ পেলেই তৃতীয় উইকেট হয়ে যাবে তাঁর। আর অতীত ইতিহাস বলে, ওয়ানডেতে মোস্তাফিজ তিন বা এর বেশি উইকেট পেয়েছেন এমন ম্যাচে বাংলাদেশ হারে না। ভারত যখন সাড়ে তিন শ ছোঁয়ার হুমকি দিচ্ছিল, তখন যে অতীত পরিসংখ্যানকেই আশ্রয় মানা ছাড়া উপায় ছিল না।
মোস্তাফিজ তিন নয় একেবারে পাঁচ উইকেটই পেয়েছেন। ৪৮তম ওভারে কার্তিককে আউট করেছেন। এতেই তুষ্ট হননি। শেষ ওভারে বল করতে এসে শুধু ধোনি ও শামিকে আউটই করেননি, দুর্দান্ত বল করে দিয়েছেন মাত্র ৩ রান। ওতেও ভারতের রানকে ৩১৪ এর নিচে আটকে রাখতে পারেননি। এ বিশ্বকাপেই ৩২১ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ।
এ বিশ্বকাপে তিন শ ছাড়ানো লক্ষ্য তাড়া করে একমাত্র বাংলাদেশই জিতেছে। তাই আশা ছাড়া যাচ্ছে না। তবে ভারতের বোলিংকেও মাথায় রাখতে হচ্ছে। বুমরা, ভুবনেশ্বর ও শামির মতো তিন পেসারদের বিপক্ষে ব্যাট করতে হবে বাংলাদেশকে।