শীর্ষ খবর

ঢাকার দুই সিটিতে নির্বাচন জানুয়ারিতে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

এর আগে বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকে ঢাকার দুই সিটির নির্বাচন, চট্টগ্রাম সিটি ভোট ছাড়াও বেশ কয়েকটি এজেন্ডা ছিল। গত বৃহস্পতিবার কমিশন বৈঠকের এজেন্ডায় ঢাকা সিটির নির্বাচনের বিষয় রাখা হলেও তা মুলতবি করা হয়েছিল।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকার দুই সিটি এবং চট্টগ্রাম সিটির নির্বাচন একযোগে সম্পন্ন হয়েছিল। সিটি করপোরেশন আইন অনুযায়ী, করপোরেশনের মেয়াদ হচ্ছে প্রথম সভা থেকে পরের পাঁচ বছর। আর ভোটের আয়োজন করতে হবে মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে। সে অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে।

এদিকে, চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। তবে চট্টগ্রামের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও সংবাদ

Close