আজকের সিলেট
তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে বাংলাদেশীদের বাঁধা
সিলেটের তামাবিল ও ভারতের ডাউকি সীমান্ত দিয়ে বাংলাদেশি পর্যটকদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না দেশটির ইমিগ্রেশন বিভাগ। ভারতে নাগরিকত্ব বিল নিয়ে অস্থিরতায় মেঘালয় রাজ্যে কারফিউ জারির পর বাংলাদেশি পর্যটকদের সেখানে যেতে বাধা দেয়া হচ্ছে।
পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করেই এভাবে ভারতে ঢুকতে বাধা দেয়ায় বিপাকে পরেছেন অনেক বাংলাদেশি পর্যটক। ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল থেকে অনেক পর্যটক তামাবিলে জড়ো হয়েছেন।
বাংলাদেশের ইমিগ্রেশন থেকে পর্যটকদের ছেড়ে দেয়া হলেও ভারতীয় ইমিগ্রেশন তাদের আটকে দেয়। ফলে ভারতের ডাউকি থেকে ফিরে আসতে হয় তাদের।
সিলেটের তামাবিল দিয়ে ডাউকি হয়ে সাধারণত ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে বেড়াতে যান বাংলাদেশিরা। আজ ছুটির দিন হওয়ায় পর্যটকদের ভিড় ছিল তুলনামূলক বেশি।
সিলেটের তামাবিল কাস্টমসের উপ-পুলিশ পরিদর্শক রমজান মিয়া জানান, আজ বেলা ১১টা পর্যন্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শতাধিক যাত্রি ভারতের উদ্দেশ্যে যান। তবে কিছুক্ষণ পরই তারা ভারতের কাস্টমস থেকে ফিরে আসেন। তাদের যেতে দেয়া হচ্ছে না বলে জানান তারা। এরপর ভারতীয় কাস্টমসের একজন কর্মকর্তা এসে মেঘালয়ের অস্থিরতার কারণে যাত্রিদের না ছাড়তে অনুরোধ করেন।