শীর্ষ খবর

বিতর্কের মুখে স্থগিত রাজাকারের তালিকা

মুক্তিযোদ্ধাদের নাম আসায় সমালোচনা ও বিতর্কের মুখে স্থগিত করা হয়েছে সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন। পরবর্তী তালিকা প্রকাশ ২৬ মার্চ প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১৫ ডিসেম্বর ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই তালিকা প্রকাশের পরই দেশজুড়ে বিতর্ক দেখা দেয়। অনেক মুক্তিযোদ্ধার নামও রাজাকারের তুলিকায় যুক্ত করা হয়। আবার পরিচিত অনেক রাজাকারের নাম নেই প্রকাশিত তালিকায়।

তালিকা প্রকাশের সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, রাজাকারদের এই তালিকা নতুন কোনও তালিকা নয়। নতুনভাবে কাউকে তালিকা করতেও দায়িত্ব দেওয়া হয়নি। ওই সময় ডিসি অফিসের রেকর্ড রুমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজি প্রেসের প্রকাশিত গেজেটে যাদের নাম পাওয়া গেছে, তাদের নামই এই সংখ্যার মধ্যে রয়েছে। তবে এটি এখনও পরিপূর্ণ নয়। অনেক জেলার ডিসি জানিয়েছেন, তারা রেকর্ড রুমে এ ধরনের কোনও তথ্য পাননি। আমরা তাদেরকে আরও খোঁজাখুঁজি করার জন্য বলেছি।

আরও সংবাদ

Close