প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশী তরুণের উদ্ভট কাণ্ড : নাজেহাল পুলিশ

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুলিশকে রীতিমতো নাজেহাল করে ছেড়েছে এক বাংলাদেশি তরুণ। মঙ্গলবার বিকেলে জালান বুকিত বিনতাং এলাকা থেকে শেষ পর্যন্ত তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ফাহমি ভিসুভানাথান আবদুল্লাহ জানান, ওই তরুণ রাস্তায় ছুরি দেখিয়ে লোকজনকে ভয় দেখাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে কুয়ালালামপুরের পুলিশ সদর দপ্তরের কাছের একটি পথচারী সেতুর দিকে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘৩০ বছরের ওই ব্যক্তি পুলিশকে এড়াতে জালান বুকিত বিনতাং এলাকায় একটি হোটেলের কাছে থাকা বিলবোর্ডের ওপর উঠে যায়। ওই তরুণকে সেখান থেকে নামানোর জন্য অগ্নিনির্বাপন কর্মীদের খবর দেয় পুলিশ। শেষ পর্যন্ত সেখান থেকে নামানো হলেও অগ্নিনির্বাপন কর্মী ও পুলিশ সদস্যদের মুখে ও বুকে লাথি মারতে শুরু করে সে’।

ফাহমি জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে আটক করা সম্ভব হয়। তার বিরুদ্ধে অভিবাসন আইনে তদন্ত করা হবে। ধারণা করা হচ্ছে ওই তরুণ মানসিকভাবে অসুস্থ।

আরও সংবাদ

Close