শীর্ষ খবর

রাষ্ট্রপতি আবদুল হামিদকে গ্রামীণফোনের আইনি চিঠি

সরকারের সাথে রাজস্ব আদায় নিয়ে দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোনের ঝামেলা চলছে অনেকদিন ধরে।

গ্রামীণফোনের কাছে পাওনা ১২ হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার কোটি টাকা আগামী তিনমাসের মধ্যে সরকারকে প্রদান করতে গ্রামীণফোনকে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ নিয়ে সরকারের সাথে মধ্যস্থতা করতে রাষ্ট্রপতি আবদুল হামিদকে আইনি চিঠি দিয়েছে গ্রামীণফোন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এই তথ্য জানা যায়।

এর আগে, ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ২ হাজার কোটি টাকা আগামী তিন মাসের মধ্যে পরিশোধে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশে বলেন, তিন মাসের মধ্যে ২ হাজার কোটি টাকা পরিশোধে ব্যর্থ হলে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল হয়ে যাবে। আপিল বিভাগের এ আদেশের বিরুদ্ধে রিভিউ করতে পারবে গ্রামীণফোন। আগামী এক মাসের মধ্যে এ রিভিউ করতে হবে।

আরও সংবাদ

Close