সারা বাংলা
সূর্যের দেখা মিলবে কাল, বাড়বে তাপমাত্রা
তীব্র শীতে জনজীবনে প্রচণ্ড দুর্ভোগ নেমে এসেছে। দেশেজুড়ে একই অবস্থা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (২২ ডিসেম্বর) থেকে সারাদেশে শীতের তীব্রতা কিছুটা কমবে ও সূর্যের দেখাও মিলবে। তবে চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওসার পারভিন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার থেকে সূর্যের দেখা মিলতে পারে, একই সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পাবে এবং শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। তবে ঢাকার পূর্বদিক ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী এবং রংপুরে শীতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যশোরে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বরিশাল, চুয়াডাঙ্গায় ও মাদারীপুরে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, ইশ্বরদীতে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, তাড়াশে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও কুমিল্লায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।