শীর্ষ খবর

প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে কাজ করছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধর্মের লোকদের সম্মানের সঙ্গে নিজ ধর্ম পালনের পরিবেশ সৃষ্টি করেছে সরকার। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উন্নয়নে সমানভাবে কাজ করছে সরকার।

সোমবার (২৩ ডিসেম্বর) গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষের অধিকার রয়েছে। আমরা প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে খ্রিস্টান ধর্ম কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। সেখানেও সরকারের পক্ষ থেকে পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পরিচালনা করেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের (সিএসবি) সভাপতি নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার।

এ সময় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট, সংসদ সদস্য জুয়েল আরেং, সংসদ সদস্য গ্রোরিয়া ঝর্ণা সরকার, চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ সুনীল মানকিন, ন্যাশনাল খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ফেলোশিপের সভাপতি বিশপ ড. এলবার্ট পি মৃধা, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশ খ্রিস্টান লীগের সাধারণ সম্পাদক ড্যানিয়েল নির্মল ডি কস্টা, সিএসবির যুগ্ম আহ্বায়ক গ্যাব্রিয়েল রোজারিও।

আরও সংবাদ

Close