আজকের সিলেটসুনামগঞ্জ

সুনামগঞ্জে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষককে দিয়ে গণশুনানি করে পিআইসি গঠন করে অবিলম্বে বাঁধ নির্মাণ কাজ শুরু এবং হাওর সংশ্লিষ্ট উপজেলাগুলোর পাউবোর কর্মকর্তাদের (এসও) বদলির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সালেহীন শুভর সঞ্চালনায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, হাওর বাঁচাও আন্দোলনের নেতা ইয়াকুব বখত বহুলুল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধের পিআইসি গঠনে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। নীতিমালায় প্রকৃত কৃষককে দিয়ে গণশুনানি করে পিআইসি গঠনের কথা থাকলেও বাস্তবে তার কোনোটাই হচ্ছে না। পছন্দের লোকজন দিয়ে কমিটি গঠিত হচ্ছে। এসব কমিটিতে পাউবোর শাখা কর্মকর্তারা জড়িয়ে পড়েছেন। এটি এখন ব্যবসায় পরিণত হয়েছে। এমন হলে বাঁধ দুর্বল হবে। এবং ফসলহানির আশঙ্কা থাকবে।

আরও সংবাদ

Close