আজকের সিলেটহবিগঞ্জ
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
নিহত লিটন মিয়া (১৮) চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কাছিশাইল গ্রামের কুটি মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় হবিগঞ্জ -শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ থেকে লিটনসহ পাঁচজন শ্রমিক সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। তারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। এ সময় সুদিয়াখলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে সিএনজিটির সংর্ঘষ হয়। এতে সিএনজির সবাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। এ দিকে গুরুতর আহত জুয়েল ও জসিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা হবিগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক। প্রতিদিনই তারা হবিগঞ্জে গিয়ে কাজ করেন বলে জানান, উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী।