আজকের সিলেটসুনামগঞ্জ

সুনামগঞ্জে দুই ছাত্রীকে পিটিয়ে আহত করলেন অধ্যক্ষ

সুনামগঞ্জে দুই ছাত্রীকে কোদালের হাতল দিয়ে পিটিয়ে আহত করেছেন কলেজ অধ্যক্ষ। আহত দুই ছাত্রীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যক্ষের এই নির্মম আচরণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা জয়নগর বাজারে বিক্ষোভ মিছিল করে তার বিচার দাবি করেন।

আজ শনিবার দুপুরে মঈনুল হক কলেজের বাগানে এই ঘটনা ঘটে।

জানা যায়, আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য মঈনুল হক ডিগ্রি কলেজে টেস্ট পরীক্ষা নেয়া হয়েছিল। সেই পরীক্ষায় প্রায় ৬০ জনের মতো শিক্ষার্থী অকৃতকার্য হয়। এতে ওই ৬০ জন শিক্ষার্থীকে অধ্যক্ষ মতিউর রহমান ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বলে জানালে শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে অকৃতকার্যের বিষয়টি বিবেচনা করে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ার অনুরোধ করলে অধ্যক্ষ মতিউর রহমান মাঠে থাকা কোদাল ও শাবল দিয়ে দুই শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করেন।

এসময় তাদের সঙ্গে থাকা আরও ১৫-২০ জন শিক্ষার্থী অধ্যক্ষের ভয়ে কলেজ প্রাঙ্গণ থেকে চলে যায়। পরে আহত দুই শিক্ষার্থীকে প্রথমে স্থানীয় একটি ফার্মেসিতে চিকিৎসার জন্য নিয়ে গেলে ফার্মেসির কর্তব্যরতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। পরে আহত শিক্ষার্থীদের সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করান।

শিক্ষার্থীরা জানায়, কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের দুই ছাত্রী নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়। শনিবার তারা কলেজে অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে দেখা করতে যান। তখন অধ্যক্ষ কলেজের বাগানে ছিলেন। সেখানে গিয়ে তারা শিক্ষককে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ জানায়। এসময় অধ্যক্ষ মতিউর রহমান রেগে যান এবং বাগানে থাকা কোদালের হাতল দিয়ে ওই দুই ছাত্রীকে বেধড়ক পেটাতে শুরু করেন। তাদের কান্না ও চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা দৌড়ে আসে। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় জয়নগর বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে আসার পর সদর থানার ওসি মো. শহিদুর রহমান আহত দুই ছাত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন।

এ ব্যাপারে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আমি তাদেরকে মারধর করিনি। শাসন করেছি।

সদর থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে এসে দুই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা বা তাদের পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

Close