আজকের সিলেট

৪ ঘন্টা পর সিলেটের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে বেলা ১১টার টার দিকে কুলাউড়ার বরমচাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে আউটার সিগন্যাল এলাকায় আখাউড়া মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) জুলহাস মাহমুদ বলেন, ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের মধ্য দিয়ে বিকেল ৩টার দিকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের লাইনচ্যুত বগিটির চাকা ও টুলে সমস্যা ছিল। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে। ৩০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও সংবাদ

Close