শীর্ষ খবর

ঢাকার দুই সিটি নির্বাচনে ৩৫ হাজার ইভিএম : দেখভালে ৫ হাজার সেনা

জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এনডিসি, পিএসসি বলেছেন, আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রায় ৩৫ হাজার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। উত্তর ও দক্ষিণ মিলে দুই হাজার ৬০০ কেন্দ্র রয়েছে, এর মধ্যে ১৪ হাজার ৬০০ বা তার বেশি ভোটকক্ষ থাকবে। বাস্তবতার নিরিখে এটি নির্ধারণ করা হবে।

তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম দেখভালের জন্য দুজন করে সেনা সদস্য থাকবেন। আমরা আশা করি সশস্ত্র বাহিনী থেকেও সেই সহযোগিতা পাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্রে দায়িত্বরত সেনাবাহিনী শুধু ইভিএমের কারিগরি দিক দেখবেন। আইনশৃঙ্খলার কোনো কাজ করবেন না তারা। আইনশৃঙ্খলার জন্য আলাদা বাহিনী থাকবে।

সাইদুল ইসলাম বলেন, এই ইভিএমকে বাস্তবায়ন করার জন্য আমাদের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পোলিং অফিসারদের চিহ্নিত করেছি। তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করছি।

এদিকে, নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর ৫ হাজার ২৮০ জন সদস্য মোতায়েন থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, দুই সিটির ভোটের জন্য প্রয়োজনীয় ইভিএম ছাড়াও ৫০ শতাংশ বেশি ইভিএম প্রস্তুত থাকবে। ইভিএমে ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতায় কোনো সমস্যা নেই। আমাদের সকল প্রকার প্রস্তুতি নেয়া আছে। যাতে করে প্রার্থীরা সন্তুষ্ট থাকতে পারেন, সে ব্যাপারে আমাদের পদক্ষেপ থাকবে।

আরও সংবাদ

Close