আজকের সিলেট
সিলেটে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করলো বিএনপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তিতে সিলেটে প্রতিবাদ সভা করেছে বিএনপি।
সোমবার দুপুরে নগরীর রেজিস্ট্রারি মাঠে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন উপলক্ষে প্রতিবাদ সভার আয়োজন করে বিএনপি।
দলের জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে বক্তারা কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। একই সঙ্গে নতুন সাধারণ নির্বাচনও দাবি করেন।
এছাড়াও ৩০ ডিসেম্বরকে গণতন্ত্রের জন্য ‘কালো দিবস’ উল্লেখ করে সিলেট নগরীতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা।