সারা বাংলা

শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদল : বাধা দেয়ায় পুলিশের উপর হামলা

বগুড়া শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা-স্যান্ডেল পায়ে ওঠা ছাত্রদলের নেতাকর্মীদের নামতে বলায় পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা। বুধবার দুপুরের এ ঘটনার সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হামলার পরে পুলিশ বিভিন্ন স্থান থেকে ছাত্রদলের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ছিল। বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী শহীদ খোকন পার্কে সমবেত হন। সদর আসনের এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ এলে তারা মিছিল নিয়ে সমাবেশস্থলে যাবেন।

এ সময় বেশকিছু নেতাকর্মী জুতা-স্যান্ডেল পায়ে শহীদ মিনারে ওঠে শ্লোগান দিতে থাকেন। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ভিতরে ঢুকে জুতা পায়ে থাকা নেতাকর্মীদের শহীদ মিনার থেকে নামতে অনুরোধ করেন।

এতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে প্ল্যাকার্ড বহনের লাঠি দিয়ে পুলিশের উপর হামলা করেন। লাঠির আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, এএসআই আশরাফুল আলম ও কনস্টেবল পারভেজসহ ৫ জন আহত হন। হামলার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা প্রাচীর ডিঙ্গিয়ে পালিয়ে যান।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close