শীর্ষ খবর

চার বছরে সীমান্তে সর্বোচ্চ হত্যাকাণ্ড ২০১৯ সালে

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা জিরো টলারেন্সে নামিয়ে আনার কথা বার বার বলা হলেও তা বন্ধ করা যায়নি। সীমান্তে গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে ২০১৯ সালে। বেসরকারি সংখ্যায় সীমান্ত হত্যার সংখ্যা ৪৩ বলা হলেও বিজিবির হিসাবে তা ৩৫। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিসাবে এ সংখ্যা আরও কম। সীমান্তে এ হত্যায় বিএসএফকে উদ্বিগ্নতার কথা জানিয়েছে বিজিবি।

বন্ধুত্বের পরও দুই দেশের সীমান্তকে রক্তপাতমুক্ত করা যাচ্ছে না কিছুতেই। গত এক দশকে সীমান্তে ২৯৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। গত বছর সংসদে দাঁড়িয়ে এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ২০১৯ সালে সীমান্ত হত্যার শিকার হয়েছেন ৩৫ বাংলাদেশি।

গত ২৫-৩০ ডিসেম্বর পর্যন্ত ভারতে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন হয়। সেখানে ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্য দিয়ে নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৪৯তম সীমান্ত সমন্বয় সম্মেলন শেষ হয়।

বিজিবি প্রধানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী ভিভেক জোহরীর নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়।

আরও সংবাদ

Close