আজকের সিলেট

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৬ জানুয়ারি

আগামী ১৬ জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে ২৬টি পদে প্রার্থী হয়েছেন ৫৬ জন।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরমধ্যে সহসভাপতি পদে সহ মো. মখলিছুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তফসিল অনুযায়ী মঙ্গলবার (৭ জানুয়ারি) চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২৬টি পদে মনোনয়নপত্র বৈধ হওয়া ৫৬ জন প্রার্থী হলেন- সভাপতি পদে মিনহাজ উদ্দিন খান, অশেষ কর, কাজী আশরাফ উদ্দিন (ছাদ), এ.টি.এম.ফয়েজ উদ্দিন, সহ সভাপতি-১ পদে আব্দুল হাই কাইয়ুম, এ.কে.এম. ফখরুল ইসলাম, সহ সভাপতি-২ পদে মো. মখলিছুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান, ফজলুল হক সেলিম, বদরুল আহমদ চৌধুরী ও যুগ্ম সম্পাদক-১ পদে জাকিয়া জালাল, মোঃ এজাজ উদ্দিন, হুমায়ুন রশীদ সুয়েব, বিকাশ রঞ্জন অধিকারী ও যুগ্ম সম্পাদক-২ পদে মাসুদুর রহমান খান মুন্না, আল আসলাম মুমিন, সৈয়দ শাহজাহান, মুমিনুর রহমান টিটু, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোঃ মুমিনুল ইসলাম মুমিন ও মোঃ সেলিম মিয়া, সহ-সমাজ বিষয়ক পদে মোঃ আজমল হোসেন, আলা উদ্দিন, মোঃ মখসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক পদে মনির উদ্দিন, মোঃ তানবীর আক্তার খান, প্রধান নির্বাচন কমিশনার পদে মোঃ আলীম উদ্দিন, মোঃ এমদাদুল হক, সহকারি নির্বাচন কমিশনার পদে মঈনুল হক, মোঃ লিয়াকত আলী ও জয়জিৎ আচার্য, সহ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, কবির আহমদ, রেদওয়ানুল ইসলাম, মোহাম্মদ মানিক উদ্দিন, মোঃ কাওছার আহমদ, আবু ফাহাদ, আরিফ আহমদ, মোবারক হোসেন, সুবল কান্তি পাল, সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্য পদে মোঃ আব্দুল মান্নান চৌধুরী, আব্দুল গফফার, প্রদীপ কুমার ভট্টাচার্য, মো. রাজ উদ্দিন, আতিকুর রহমান, দিলীপ কুমার দাস চৌধুরী, এ.এস.এম. আব্দুল গফুর, মোঃ আব্দুল ওদুদ, দীনা ইয়াছমিন, খোকন কুমার দত্ত, মো. ওবায়দুর রহমান, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, জসীম উদ্দিন আহমদ, এম. মোর্তুজা আহমদ চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আযাদ, মো. মুহিবুর রহমান সেলিম ও ওলি উল্লাহ মারুফ।

রোববার মনোনয়নপত্র যাছাই বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আলী মোস্তফা মিশকাতুন নূর এবং সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ মখলিছুর রহমান ও নেপাল চন্দ্র চন্দের পরিচালনায় সভা্য় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. জামিলুল হক জামিল, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সভাপতি এমাদ উল্ল্যাহ শহীদুল ইসলাম শাহীন, এ.কে.এম. শমিউল আলম, মোহাম্মদ লালা, সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সাবেক প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক, জ্যোতির্ময় পুরকায়স্থ কাঞ্চন, যুগ্ম সম্পাদক শংকর লাল দাস, জোহরা জেসমিন, সমাজ বিষয়ক সম্পাদক রাশিদা সাঈদা খানম, সহ সম্পাদক সাইফুর রহমান খন্দকার রানা, সহ সম্পাদক রবিউল ইসলাম। এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

Close