আজকের সিলেটসুনামগঞ্জ

ছাতকে আগুনে পুড়লো ৬টি বসতঘর

ছাতকে অগ্নিকান্ডে ৬টি বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের চেচান বাজারের পাশেই (বাউর) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পর হঠাৎ করে গ্রামের শামছুদ্দিনের বাড়ীতে আগুন লেগে পাশ^বর্তী আইনুদ্দিন ও ফজর উদ্দিনসহ ৬টি বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফলে এসব ঘরের আসবাবপত্র, দলিলাদিসহ সব পুড়ে মুহুর্তের মধ্যে ভুষ্মিভুত হয়ে যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ছাতক ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে।

এদিকে, বাউর গ্রামে অগ্নিকান্ডের ফলে ৬টি পরিবারের ৩২ জনকে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ১০টি কম্বল, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ইউএনও গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুল মোছাব্বির, আ’লীগ নেতা আফজাল হোসেনসহ গ্রামের স্থানীয় মুরব্বীরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

Close