আজকের সিলেট

সিলেটে পাঁচ লাখ শিশুকে খাওয়ানো হলো ‘ভিটামিন এ’ ক্যাপসুল

সিলেটে প্রায় পাঁচ লাখ শিশুকে খাওয়ানো হলো ‘ভিটামিন এ’ ক্যাপসুল।

আজ শনিবার সিভিল সার্জন অফিস ও সিটি করপোরেশনের উদ্যোগে শিশুদেরকে লাল ও নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।

এর মধ্যে সিলেট জেলার ১৩টি উপজেলায় সাড়ে ৪ লাখ শিশুকে ও সিটি করপোরেশন এলাকায় প্রায় ৬১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

সকালে নগরীর মির্জা জাঙ্গালে একটি বেসরকারি কমিউনিটি ক্লিনিকে শিশুদের ক্যাপসুল খাইয়ে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন’র উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তার সাথে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার নগরীর ২৭টি ওয়ার্ডে ২৪৭টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

সিটি করপোরেশন সূত্র জানায়, এবার নগরীতে ৯-১১ মাস বয়সী ৬ হাজার ৩১০ জন ও ১২-৫৯ মাস বয়সী ৫৫ হাজার ১০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

এদিকে, সিলেটের ১৩টি উপজেলায় ১১ মাস বয়সী ৪৯ হাজার ৬৯৫ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ১০ হাজার ৯৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এই লক্ষ্যমাত্রাও প্রায় অর্জিত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

আরও সংবাদ

Close