আজকের সিলেট

পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেটে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট

সিলেটে ৭২ ঘণ্টার ধর্মঘটে নেমেছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। ভোলাগঞ্জ ও জাফলং কোয়ারি চালু ও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আজ শনিবার ভোর ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।

ধর্মঘটের কারণে সিলেটের কোন কোয়ারি থেকে পাথর পরিবহন হয়নি। পণ্যবাহী কোন ট্রাক সিলেটে প্রবেশ ও বের হয়নি।

ধর্মঘট চলাকালে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনের পরিচালনায় শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেটের কোয়ারিগুলো থেকে পাথর উত্তোলনের অনুমতি দিতে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

আরও সংবাদ

Close