আইটি

এবার উড়বে গাড়ি!

অবশেষে জনসম্মুখে নিজেদের উড়ন্ত গাড়ি ‘এসডি-০৩’ দেখালো ‘স্কাইড্রাইভ’। গত কয়েক বছর ধরেই টয়োটা সমর্থিত এ প্রকল্পটির কাজ চলছিলো।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট বলছে, পাইলটসহ ‘টয়োটা টেস্ট ফিল্ডে’ সবার সামনে উড়ে দেখিয়েছে গাড়িটি। পুরো আয়োজনটিই ছিল পরীক্ষামূলক উড্ডয়ন।

বিশ্বের সবচেয়ে ছোট বিদ্যুত চালিত ‘ভার্চুয়াল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ বা ‘ভিটিওএল’ যান ধরা হচ্ছে এসডি-০৩ গাড়িটিকে। নগর জীবনে নতুন ধারার যাতায়াত ব্যবস্থার প্রচলন ঘটানোর লক্ষ্য নিয়েই হাত দেওয়া হয়েছিল প্রকল্পটিতে। ২০২৩ সাল নাগাদ ‘ফ্লাইং ট্যাক্সি’ সেবা শুরু করতে চাইছে জাপান। ওই সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে গিয়ে জাপানকে ওই লক্ষ্যমাত্রা অর্জনে স্কাইড্রাইভ সহায়তা করতে পারবে বলে মন্তব্য করেছে এনগ্যাজেট।

উড়ুক্কু গাড়ির সবচেয়ে বড় প্রশ্নটিই হলো ‘নিরাপত্তা’। এ বিষয়টিকে মাথায় রেখে নিজেদের এসডি-০৩ বাহনে মোট আটটি রোটর দিয়েছে স্কাইড্রাইভ, যাতে কোনো কারণে একটি রোটর বন্ধ হয়ে গেলেও উড়ন্ত অবস্থায় কোনো সমস্যায় পড়তে না হয় আরোহীকে।

এ বছরের শেষ নাগাদ পরীক্ষা ফিল্ডের বাইরেও ‘এসডি-০৩’ চালানোর অনুমোদন পাবে এমনটাই আশা করছে স্কাইড্রাইভ। আর ২০২৩ সাল নাগাদ দুই সিটের বাণিজ্যিক বাহন বানাতে চাইছে প্রতিষ্ঠানটি।

আরও সংবাদ

আরও দেখুন

Close
Close