প্রবাস

ডকলেন্ডস ব্যাডমিন্টন ক্লাবের উদ্বোধন

লন্ডন প্রতিনিধি: একঝাঁক উদ্যমী ক্রীড়াবিদদের নিয়ে গঠন করা হয়েছে ডকলেন্ডস ব্যাডমিন্টন ক্লাব। গত ১৭ই জুন সোমবার দুপুরে পূর্ব লন্ডনের মাইলেন্ড লেজার সেন্টারে ডকলেন্ডস ব্যাডমিন্টন ক্লাবের শুভ উদ্বোধন ও ক্লাবের সদস্যদের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে ।

ক্লাবের সভাপতি তানভীর সিদ্দিকির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আমিল হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের কোষাধ্যক্ষ হারুনুর রহমান।

ডকলেন্ডস ব্যাডমিন্টন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন সভায় অতিথি হিসেবে বক্তব্যে রাখেন টাওয়ার হ্যালমেট কাউন্সিলের কাউন্সিলর হারুন মিয়া, সাবেক কাউন্সিলর আতাউর রহমান (আতা), তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও বিশিষ্ট্য কমিনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, সাধারণ সম্পাদক ফারুক ফুয়াদ চৌধুরী,কোষাধ্যক্ষ মোহাম্মদ আহমেদ রিবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম মোস্তাক হোসেন সিদ্দিকী, বিশিষ্ট ক্রীড়াবিদ এবং মাগপি ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান মোঃ আবদুল্লা মুহিম, এপেলো ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান আবু বকর, টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর সভাপতি জগলুল খাঁন, সাধারণ সম্পাদক এ কে এম হেলাল, ওনিক্স ব্যাডমিন্টন ক্লাবের ফাউন্ডিং মেম্বার আবুল হাসনাত, তাকয়াহ ব্যাডমিন্টন ক্লাবের ফাউন্ডিং মেম্বার বিশিষ্ট ক্রীড়াবিদ চান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ডকলেন্ডস ব্যাডমিন্টন ক্লাবের ভাইস চেয়ারম্যান আলফু মিয়া, জামাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক রাকিব খান, আবুল হোসেন, মিডিয়া এন্ড পাবলিসিটি সেক্রেটারি জাবেদ বখত, অর্গেনাইজিং সেক্রেটারি মুহাম্মদ জাবেদ, আরমান আলি,ফাউন্ডিং মেম্বার জিয়া আহমেদ, শাহেদ আহমদ, শাহীন উদ্দিন, কাইয়ুম কানু, জসিম উদ্দিন, হান্নান আহমেদ, উমর পাপাডাম প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি শেখ তানভীর সিদ্দিকি।

ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্টানে অতিথিরা বলেন আমাদের সন্তানরা স্মার্ট ফোন, ট্যাব নিয়ে পড়ে থাকে। এজন্য তারা পরিবার ও সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাদের মধ্যে হতাশা বাড়ছে। বাড়ছে দুশ্চিন্তা। ভার্চুয়াল জগৎ তাদের মেধা বিকাশের ক্ষমতা নষ্ট করে দিচ্ছে।এভাবে দিনের পর দিন আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের সন্তানরা। এই অবস্থা থেকে বের হয়ে আসতে তাদের খেলাধুলা মুখী করতে হবে। খেলাধুলা ও শরীর চর্চা তাদের একাকীত্ব বিষন্নতামুক্ত করতে সহায়তা করবে বলে মন্তব্য করেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয় এবং উপস্থিত সকল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করেন ক্লাবের সভাপতি শেখ তানভীর সিদ্দিকীর পিতা এস এম মোস্তাক হোসেন সিদ্দিকী।

নতুন জার্সি পড়ে খেলোয়াড়দের মধ্যে এক প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ডকলেন্ডস ব্যাডমিন্টন ক্লাবের সকল সদস্য ও অতিথিদের নিয়ে এক মধ্যাহ্নভোঁজের পর অনুষ্ঠান শেষ হয়।

আরও সংবাদ

Close