আন্তর্জাতিকশীর্ষ খবর

থাইল্যান্ডে শপিং মলে হঠাৎ সেনা কর্মকর্তার গুলি : নিহত ১২

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাচাসিমা শহরে দেশটির সেনাবাহিনীর এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই সেনাসদস্য আচমকা এলোপাতাড়ি গুলি চালানো শুরু করেন। এতেই এই হতাহতের ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলা চালানো ওই সেনা সদস্যের নাম জাকরাপান্থ থমা। হামলার সময় তিনি মেশিনগান ব্যবহার করেছেন। নিরীহ মানুষদের লক্ষ্য করে চালানো গুলিতে অনেকে আহত ও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা যায়, ওই সেনা সদস্য মেশিনগান নিয়ে শপিং মলে হামলা চালান। এসময় তিনি এলোপাতাড়িভাবে নিরীহ মানুষজনের উপর গুলি ছুঁড়তে থাকেন। এসময় তিনি ফেইসবুক লাইভে ছিলেন। হামলার পর রাইফেলসহ ফেইসবুকে ছবিও আপলোড করেন।

এ দিকে ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও সংবাদ

Close