খেলা

বিশ্বকাপ জিততে বাংলাদেশের দরকার ১৭৮ রান

যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে বাংলাদেশের দরকার ১৭৮ রান।  স্বপ্নের ফাইনালে ভারতের সাথে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। যুবা টাইগারদের প্রথম ফাইনাল হলেও ভারতের ষষ্ঠ, টানা তৃতীয়। এর আগে তারা ৬ বার ফাইনাল খেলে মোট ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমান চ্যাম্পিয়নও ভারত।

ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার যুবাদের অধিনায়ক আকবর আলি। ফাইনালে নিজেদের একাদশে একটি পরিবর্তন আনে বাংলাদেশ দল। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে অভিষেক দাস আজ মাঠে নেমেছেন। তবে অপরিবর্তিত আছে ভারতের একাদশ।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ৪৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে ভারত। যার ফলে শিরোপা জিততে ভারতীয়দের দেয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে হবে টাইগার যুবাদের।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় ভারত। দলীয় ৯ রানে ভারতীয় ওপেনার দিব্বংশ সাক্সেনাকে সাজঘরে ফেরান অভিষেক দাস।

আরও সংবাদ

Close