প্রবাস

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট নিয়ে দন্দ্ব

আবারো একটি প্রতিষ্ঠিত কমিউনিটি সংগঠন নিয়ে শুরু হয়েছে কোন্দল। এক পক্ষ এরি মধ্যে শুরু করেছেন অপর পক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি। উদ্ভূত পরিস্হিতিতে উভয় পক্ষই এখন বিশেষ সভা,সাধারণ সভা ডেকেছেন।

এ নিয়ে সংগঠনটির মধ্যে বিরাজ করছে চরম অস্হিরতা।

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের দ্বি বার্ষিক সভা ১৯ এপ্রিল অনুষ্টিত হবে বলে এক সংবাদ বিজ্বপ্তিতে জানানো হয়েছে।

অপর দিকে গত বছরের নভেম্বর মাসে অনুষ্টিত বিশেষ সাধারণ সভায় গঠিত এডহক কমিটির পক্ষ থেকে আগামী ৮ মার্চ বিশেষ জরুরী সভা আহ্ববান করা হয়েছে।এই সভায় উপস্হিত থেকে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত মূল সংবিধান মোতাবেক নতুন ম্যানেজমেন্ট কমিটি গঠনে সহযোগিতা করতে সকল ট্রাষ্টির প্রতি আহবান জানানো হয়েছে।

দুই পক্ষের মধ্যে দ্বন্ধ নিরসনে সংগঠনের জৈষ্ঠ্য ট্রাষ্টিবৃন্দ গত কয়েক মাস ধরে চেষ্টা চালিয়েও খুব একটা সফলতা পাননি।সমঝোতা ব্যর্থ হওয়ার পর এক পক্ষ অপর পক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন।এতে ধারণে করা হচ্ছে বিষয়টি হয়তো শেষ পর্যন্ত আদালতে গড়াতে পারে এবং উভয় পক্ষই আর্থিক,মানসিক ও সাংগঠনিক ভাবে ক্ষতিগ্রস্হ হওয়ার ঝুকিতে পড়তে পারে।সাধারণ ট্রাষ্টিদের প্রশ্ন আদালতে গেলে প্রবাসী বিয়ানীবাজারবাসীর কষ্টার্জিত এই সংগঠন ধ্বংস হলে এর দায় কে নেবে?

সূত্র: জনমত

আরও সংবাদ

Close