শীর্ষ খবর

অনেক দেশের তুলনায় বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র : র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আইন-শৃঙ্খলার দিক থেকে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ক্ষুধা ও দারিদ্র্যকে পরাজিত করার দ্বারপ্রান্তে। সারাবিশ্বে বাংলাদেশ ম্যাজিক নামে এখন পরিচিত। শেখ হাসিনা হলেন এ রাষ্ট্রের ম্যাজিশিয়ান।

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (১০ ফেব্রয়ারি) রাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে র‌্যাব-১২’র ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়েছে।

তিনি বলেন, র‌্যাব-১২ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সন্ত্রাস, মাদক ও জঙ্গী ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতেও সকল বাহিনীর সমন্বয়ে দেশকে সন্ত্রাস, মাদকমুক্ত এবং দারিদ্রমুক্ত করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলে র‌্যাব-১২ এর মাদক, সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানের কারণে এ অঞ্চলে সুষম উন্নয়ন সম্ভব হয়েছে। এ সময় র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ খাইরুল ইসলাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মো. হাসিবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে, কেক কেটে র‌্যাব-১২’র ত্রয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উদ্বোধন করেন (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যাব-১২ প্রধান কার্যালয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আলোচনা শেষে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

আরও সংবাদ

Close