আজকের সিলেট

ফের পেছালো অনন্ত হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ

সিলেটে অনন্ত বিজয় দাশ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ফের পিছিয়েছে।

আজ বৃহস্পিতবার চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও কোনো সাক্ষীকে আদালতে হাজির করেনি পুলিশ। ফলে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে দেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা।

সাক্ষীরা উপস্থিত না হওয়ায় এরআগেও একাধিকবার পিছিয়েছে চাঞ্চল্যকর এই মামলার শুনানি। বারবার তারিখ পেছানোতে ক্ষোভ প্রকাশ করেছেন অনন্তর স্বজনরা। তারা দ্রুত মামলার কাজ শেষ করার দাবি জানিয়েছেন।

জানা যায়, এই মামলার মোট ২৯ জনকে সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে নানা অযুহাতে বারবার পিছিয়ে যাচ্ছে সাক্ষ্যগ্রহণের তারিখ। এই মামলার বিচার কার্যক্রম ৬মাসের মধ্যে সম্পন্ন করার জন্যে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তবে অনেক আগেই পেরিয়ে গেছে এই সময়সীমা।

উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সুবিদবাজারের নিজ বাসার সমানে উগ্রবাদীরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে। এ ঘটনায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে নগরীর বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও সংবাদ

Close