শীর্ষ খবর

সিলেটে ফিরে ভালোবাসায় সিক্ত ক্রিকেটার সাকিব

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তানজিম হাসান সাকিব ফিরেছেন তার নিজ জেলা সিলেটে।

আজ বৃহস্পতিবার সিলেটে পা রেখেই ক্রিকেটপ্রেমীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিমানবন্দরে নানা শ্রেণি-পেশার মানুষ তাকে জানিয়েছেন ফুলেল সংবর্ধনা।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে বেসরকারি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান সাকিব। এসময় তার সাথে ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাকিবের বাবা গৌছ আলী ও মা সেলিনা পারভিন। বিমানবন্দরে সাকিবকে স্বাগত জানাতে সিলেটের ক্রীড়ানুরাগীরাও ভিড় করেন। তারা ফুল দিয়ে সাকিবকে অভ্যর্থনা জানান।

পরে সেখান থেকে সাকিব চলে যান নগরীর পীরমহল্লাস্থ তার চাচার বাসায়। সেখানে কেক কেটে উদযাপন করা হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের জয়। সাকিবের আগমনের খবরে পীরমহল্লায় তার চাচার বাসায়ও ক্রিকেটানুরাগীরা ভিড় জমান।

বিশ্বকাপ জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সাকিব সাংবাদিকদের বলেন, ‘ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় করতে না পারলে বুঝতে পারতাম না দেশের মানুষ ক্রিকেটারদের কতো ভালোবাসেন।

সাকিব তার আগামীর স্বপ্নের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারই চায় নিজের অসাধারণ নৈপুণ্য দিয়ে দেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে। আমারও স্বপ্ন সেরকম। আমি এবং আমার সহযোদ্ধারা নিজেদেরকে পরিণত করে দেশের ক্রিকেটকে বিশ্ব দরবারের অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’

দুপুরে বালাগঞ্জের ছেলে সাকিব যখন বাড়ি ফিরছিলেন তখন সড়কের দুই পাশে ছিল অসংখ্য মানুষের ভিড়। এ ভিড় ঠেলে সাকিবের বাড়িতে পৌছতে পৌছতে বিকেল গড়িয়ে গেল। আগে থেকেই পাড়া প্রতিবেশী জড়ো হয়েছেন বাড়িতে। মোটরসাইকেল শোভাযাত্রা বাড়িতে পৌছতেই করতালি আর সাকিব সাকিব স্লোগানে তাকে বরণ করে নেওয়া হলো।

উল্লেখ্য বালাগঞ্জের তিলকচানপুর গ্রামের কাতার প্রবাসী গৌছ মিয়া আর গৃহিণী সেলিনা পারভীনের ৪ সন্তানের তৃতীয় সাকিব। পড়েছেন স্থানীয় বালাগঞ্জ ডিএন স্কুলে। এরপর চলে গেছেন ঢাকায় বিকেএসপিতে।

আরও সংবাদ

Close