শীর্ষ খবর

দেশে প্রথমবারের মতো ছুটলো মেট্রোরেল

দেশে প্রথমবারের মতো চললো মেট্রোরেল। পূর্ব প্রস্তুতি হিসেবে আজ শুক্রবার রাজধানীর বুকে প্রথমবার ছুটল মেট্রোরেল।আগামী রবিবার থেকে উড়াল রেলপথে দেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করবে। ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে যাত্রী ছাড়াই ট্রেন পরিচালনা করা হবে।

শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত প্রস্তুতিমূলক এই মেট্রোরেল চলাচল করে।

এ দিন সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীতে মেট্রোরেল চলাচল করে। এ সময় কোনো ধরনের সমস্যা হয়নি। এতে ঢাকার বুকে মুগ্ধ নয়নে মেট্রোরেল চলতে দেখল রাজধানীবাসী।

এ দিকে, মেট্রোরেল চলাকালে আশেপাশের বাড়ির জানালা, বারান্দা থেকে উৎসুক মানুষ থমকে দাঁড়ায়। শুক্রবারের রাস্তায় লোকজন কম থাকলেও মেট্রোরেল প্রথমবারের মতো এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

অন্যদিকে, মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান জানিয়েছেন, প্রস্তুতিমূলক হিসেবে মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সবকিছু ভালোভাবে পরীক্ষা করেছি যাতে করে রবিবার কোনো ধরনের সমস্যা না হয়।

আরও সংবাদ

Close