শীর্ষ খবর
ভিয়েতনামের সাফল্য : করোনায় আক্রান্ত সবাই সুস্থ!
বিশ্বব্যাপী নতুন করোনাভাইরাস আরও বেশি বিস্তার লাভ করার মধ্যেই চীন সীমান্ত লাগোয়া দেশ ভিয়েতনাম ঘোষণা করেছে তাদের ওখানে যেসব মানুষ কোভিড-১৯ নামক করোনা সংক্রমিত রোগে আক্রান্ত হয়েছিলেন, তারা সবাই এখন সুস্থ। এসব রোগীকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৬ জন। তাদের মধ্যে ৭৩ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তিও ছিলেন। গত বুধবার পর্যন্ত তাদের সবাই সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। এদিকে গতকাল শুক্রবার নতুন করে দেশটিতে আর কেউ করোনায় আক্রান্ত হননি।
ভিয়েতনামে সর্বশেষ করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয় ১৬ দিন আগে, গত ১৩ ফেব্রুয়ারি। এরপর কেউই দেশটিতে করোনা পজিটিভ হননি। তবে রাজধানী হ্যানয় থেকে উত্তরের একটি গ্রাম এখনো বিশ দিনের অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। করোনাভাইরাসে ইতোমধ্যে প্রায় ৩ হাজার প্রাণহানি এবং ৮৫ হাজার আক্রান্ত হয়েছেন।