শীর্ষ খবর

আগামীবছর থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোন পরীক্ষা থাকবেনা

২০২১ শিক্ষাবর্ষ থেকেই প্রাক-প্রাথমিক থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো শিক্ষার্থীকে নিয়মতান্ত্রিক কোনো পরীক্ষা দিতে হবে না।

তবে পরীক্ষা না থাকলেও প্রত্যেক শ্রেণি শিক্ষক এই তিন শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে তার অগ্রগতি যাচাই করবেন। প্রত্যেক শিক্ষার্থী তার পারফর্মেন্স অনুযায়ীই উপরের ক্লাসে উন্নয়নের জন্য বিবেচিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পদ্ধতিতে শ্রেণি শিক্ষক প্রতি মাসে প্রত্যেক শিক্ষার্থীর শিখন অগ্রগতির মূল্যায়ন রেকর্ড করবেন এবং প্রতি চার মাস পর পর রিপোর্ট কার্ড প্রদান করবেন যাতে অভিভাবকরা তা দেখে সন্তানের অগ্রগতি সম্পর্কে অবগত হতে পারেন।

শিক্ষার্থীর শিখন অগ্রগতির জন্য গ্রেডিং পদ্ধতি ব্যবহার করবেন। মূল্যায়নের ক্ষেত্রে বিষয়ভিত্তিক অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে শোনা, বলা, পড়া, কর্মদক্ষতা ও বিষয় জ্ঞান দেখা হবে। ব্যক্তিগত গুণাবলি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, শিষ্টাচার এবং বিশেষ পারদর্শিতার মূল্যায়ন করা হবে।

আরও সংবাদ

Close