শীর্ষ খবর
‘নাম বিভ্রাটে’ জামিন পেয়েছিলেন জি কে শামীম
অস্ত্র ও মাদকের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে দেয়া জামিন বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এক মাস আগে পাওয়া জামিনের খবর প্রকাশের একদিনে মাথায় জি কে শামীমের জামিন বাতিল করেন। ‘নাম বিভ্রাটের’ কারণে এমনটা হয়েছে বলেও বিচারকগণ উল্লেখ করেন।
৮ মার্চ, রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ এদিন স্বপ্রণোদিত হয়ে অস্ত্র মামলায় শামীমের ছয় মাসের জামিন আদেশ প্রত্যাহার (রিকল) করেন।
এ সময় বিচারকগণ জানান, ‘নাম বিভ্রাটে’ হয়ত বুঝতে সমস্যা হয়েছিল। এরপর বিচারপতি মো রেজাউল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাই কোর্ট বেঞ্চও মাদক মামলায় জি কে শামীমের জামিন আদেশ প্রত্যাহার করে নেয়।
অস্ত্র মামলায় এদিন আদালতে শামীমের পক্ষে ছিলেন মমতাজ উদ্দিন মেহেদী। আর রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফজলুর রহমান খান।