শীর্ষ খবর
১২৬২ ইসরায়েলী সেনা কোয়ারেন্টাইনে
বিশ্বের বিভিন্ন দেশের মতো এবার ইসরায়েলে হানা দিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে দেশটির ১২৬২ জন সেনা কোয়ারেন্টাইনে রয়েছেন। নিজ বাড়িতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন তারা।
সোমবার ( ৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েল ভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট।
দেশটিতে এখন পর্যন্ত ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্য।
আইডিএফের প্রতিবেদন অনুযায়ী, কোয়ারেন্টানে রাখা বেশিরভাগ সেনাই বিদেশফেরত, যারা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন দেশ থেকে এসেছেন অথবা এ রোগ আক্রান্ত কারো সংস্পর্শে ছিলেন।
ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনার বেশিরভাগই ছুটিতে অধিকৃত ভূখণ্ডের বাইরে ছিল।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।